ডিসেম্বর ২৪, ২০২৪

মঙ্গলবার ২৪ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন নিহত

Rising Cumilla - 3 people were killed when a passenger bus lost control in Chauddagram of Cumilla
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে তিনজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই সময়ে আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত তিন জনই পুরুষ। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

আজ রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম গাংরা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার মো. খায়রুল আলম।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের বাসটি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘি ইউনিয়নের গাংরা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন।

এছাড়াও দুর্ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছে। তাদেরকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।  দুর্ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে এই কর্মকর্তা।