নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাটারির ছাইভর্তি কাভার্ডভ্যানে আগুন

Covered van full of battery ash caught fire in Chauddagram of Cumilla
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাটারির ছাইভর্তি কাভার্ডভ্যানে আগুন। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ওয়ার্কশপে মেরামতের সময় ব্যাটারির ছাইভর্তি একটি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা সদরের কালিবাজার এলাকায় বিসমিল্লাহ ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

ওয়ার্কশপটির মালিক আবদুল মমিন জানান, তার ওয়ার্কশপে দাঁড়ানো কাভার্ড ভ্যানটিতে ওয়েল্ডিং করার সময় হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাভার্ডভ্যান চালক রমজান আলী বলেন,পাবনা থেকে ব্যাটারির ছাই ভর্তি করে চট্টগ্রাম যাওয়ার সময় কাভার্ড ভ্যানটি উপজেলার চিওড়া এলাকায় বৃহস্পতিবার দুর্ঘটনার শিকার হয়। এতে গাড়িটার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়, তাই হাইওয়ে পুলিশের সহযোগিতায় শুক্রবার দুপুরে চৌদ্দগ্রাম পৌর এলাকার মহাসড়ক সংলগ্ন কালিরবাজার বিসমিল্লাহ ওয়ার্কশপে নিয়ে আসি। সেখানে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সন্ধ্যা ৬টার দিকে গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চৌদ্দগ্রাম স্টেশন মাস্টার মেহেদী হাসান জানান, গাড়িটিতে ব্যাটারির বারুদ জাতীয় কেমিক্যাল বোঝাই ছিল। মালামাল ভর্তি গাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লোকমান হোসেন জানান, উপজেলার কালিরবাজার এলাকায় একটি গাড়িতে আগুন ধরে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়কের উপর দিয়ে পানির লাইন নেওয়ায় কিছুক্ষণ যানচলাচল বন্ধ ছিল। আগুন নিয়ন্ত্রণে আসার পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে দেয়।