সেপ্টেম্বর ২১, ২০২৪

শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা অটোতে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

RisingCumilla.Com - A covered van hit a standing auto in Chouddagram, Cumilla, killing 2
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মিয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম।

নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে অটোরিকশাচালক রাশেদ খান (২৭) ও অটোরিকশার যাত্রী চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া গ্রামের মো. ইব্রাহিম (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার কাশিনগর সংযোগ সড়কের মাথায়
ঢাকাগামী লেনে দ্রুত গতিতে চট্টগ্রাম থেকে আসা অজ্ঞাতনামা কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে নিহত সিএনজিচালক রাশেদ খানের ফুফাত ভাই রাকিব বলেন, দুর্ঘটনাস্থল থেকে মামাত ভাইয়ের লাশ আমরা বাড়িতে নিয়ে এসেছি। আমাদের কোনও অভিযোগ নেই।

এ বিষয়ে মিয়াবাজার পুলিশ ফাঁড়ির ওসি রইস উদ্দিন জানান, শুক্রবার বিকেলে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মিয়াবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা সিএনজির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে খুঁজে পাইনি।