শনিবার ১২ জুলাই, ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে খাল খননে স্বস্তি পাবে ৩০-৪০ পরিবার

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের ভোগান্তি শেষে এবার আলোর মুখ দেখছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ৩০-৪০টি হিন্দু পরিবার।

আজ শুএবার (১১ জুলাই)  আসন্ন বন্যা ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত ‘গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ খাল খনন ও পরিষ্কার প্রকল্প’-এর আওতায় শুরু হয়েছে থেকে শুরু হয়েছে খাল খনন ও সংস্কার কাজ। এই উদ্যোগের ফলে স্থায়ী পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পাচ্ছেন ভুক্তভোগী পরিবারগুলো।

গত ১০ জুলাই, ২০২৫ তারিখে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামাল হোসেন সরেজমিনে পরিদর্শনকালে দেখতে পান যে প্রায় ৩০ থেকে ৪০টি হিন্দু পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, চাঁপাচৌ খালটি ভরাট ও অবৈধ দখলের কারণে গত কয়েক বছর ধরে এই পরিবারগুলো এমন দুর্ভোগ পোহাচ্ছে।

প্রকৃতপক্ষে, চাঁপাচৌ খালের আউটফল ডাকাতিয়া নদীতে হওয়ায় দ্রুত পানি নিষ্কাশিত হওয়ার কথা। কিন্তু খাল ভরাট ও অবৈধ দখলের কারণে কেবল এই পরিবারগুলোই নয়, গুণবতীসহ আশেপাশের অন্যান্য এলাকার বাসিন্দারাও জলাবদ্ধতার শিকার হচ্ছেন।

জনগণের এই দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন জরুরি ভিত্তিতে খালটি খনন ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করে এবং আজ থেকে এই কার্যক্রম পুরোদমে চলছে। গুণবতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার, স্থানীয় জনসাধারণ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এই কাজে সার্বিক সহযোগিতা করছেন।

চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন জনস্বার্থে জলাবদ্ধতা নিরসন এবং সম্ভাব্য বন্যার আশঙ্কা মোকাবিলায় সকলের সার্বিক সহযোগিতা ও দায়িত্বশীল উদ্যোগ কামনা করছে।

আরও পড়ুন