নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুমিল্লার চান্দিনায় বাল্য বিবাহ প্রতিরোধ এবং মা ও শিশুর স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত

Chandina, Cumilla
চান্দিনা, কুমিল্লা। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ এবং মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিভা রায় এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার তাপস শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, মাইজ খার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সেলিম প্রদান, বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীবসহ উপজলার সংরক্ষিত মহিলা সদস্যগণ।