জুলাই ৬, ২০২৫

রবিবার ৬ জুলাই, ২০২৫

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

Rising Cumilla - Businessman killed in bus crash in Chandina, Cumilla
ছবি: প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতির রূপালি সুপার সার্ভিস নামে এক বাসের ধাক্কায় আবুল হাসেম ভুঁইয়া (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়।

বুধবার (২ জুলাই) দুপুরে মহাসড়কের হাড়িখোলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর মো. আবুল হাসেম ভুঁইয়া জেলার দেবিদ্বার উপজেলার ছবিনগর গ্রামের মৃত সিরাজুল ইসলাম ভুঁইয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, আবুল হাসেম বাড়ি থেকে রওয়ানা হয়ে মাধাইয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে হাড়িখোলা মাজার এলাকায় এসে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লামুখী রূপালী সুপার সার্ভিস নামে এক বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত বাসটি থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন