সোমবার ১ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান/ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশার উৎপত্তিস্থল দূরীকরণে পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাক এনজিও’র স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে জাতীয় ম্যালেরিয়া নির্মুলসহ এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় এ অভিযান শুরু করা হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের পুরাতন গরু বাজার এলাকায় ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।

তিনি জানান- বাজারের গুরুত্বপূর্ণ ওই স্থানটিতে দীর্ঘদিন যাবৎ ময়না আবর্জনা স্তুপ করে রাখায় মশার উৎপত্তিস্থলে পরিণত হয়েছে। এছাড়া বর্তমানে সারা দেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্ন অভিযান হাতে নেয়া হয়েছে। ওই স্থানটি পরিস্কার করতে আমাদের কমপক্ষে চারদিন লাগবে। পরবর্তীতে আমরা উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ অভিযান পরিচালনা করবো।

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী (টিবি) প্রোগ্রাম অফিসার রুহুল আমিন, জলবায়ূ পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা (সিসিএইচ) শান্ত দেবনাথ, ব্র্যাকের সহকারী জেলা কো-অর্ডিনেটর মুনতাসিরুল ইসলাম, পৌরসভা উপ-সহকারী প্রকৌশলী হাসান মঞ্জিল, বাজার পরিচালনা কমিটির সদস্য নাছির উদ্দিন খাঁন, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সদস্য সচিব আবু হানিফ প্রমুখ।

আরও পড়ুন