নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লার গোলাবাড়ী সীমান্ত এলাকা থেকে মাদকসহ ভারতীয় যুবক আটক

Rising Cumilla - Indian youth arrested with drugs from Keraninagar, Cumilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদকসহ মেহেদী হাসান (১৮) নামের এক ভারতীয় যুবককে আটক করেছে বিজিবি।

গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ী সীমান্তের কেরানীনগর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটক ভারতীয় তরুণের নাম মেহেদী হাসান (১৮)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার সোনামুড়া থানার এনসি নগর গ্রামের মো. স্বপন মিয়ার ছেলে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গোলাবাড়ী পোস্টে বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত পিলার ২০৮২/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে ১০০ বোতল ফেনসিডিল এবং একটি মোবাইল ফোনসহ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে চোরাচালানের জন্য বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় নাগরিক মেহেদী হাসানকে আটক করা হয়।

এতে আরও বলা হয়েছে, মাদকসহ অবৈধ অনুপ্রবেশের ঘটনায় ওই তরুণের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।