
কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে ছয়টি ট্রাক জব্দ করেছে প্রশাসন। একই সঙ্গে দুইটি ট্রাকের চালককে ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে এক মাস করে জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপর চারটি ট্রাকের চালককে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
অভিযানে তিনটি মাঝারি ডাম্প ট্রাক, দুটি বড় ডাম্প ট্রাক ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। ট্রাক্টরগুলো মাটিভর্তি অবস্থায় ছিল।
কুমিল্লার আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান বলেন, “উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দিনে বা রাতে কোনো প্রকার মাটি বা বালু কেটে বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”