নভেম্বর ২৫, ২০২৪

সোমবার ২৫ নভেম্বর, ২০২৪

কুমিল্লার গোমতী নদীর চরে রাসেলস ভাইপার ভেবে পিটিয়ে মারা হল অজগর সাপ

A python was beaten to death by thinking it was a Russell's Viper at the Gomti River in Cumilla
ছবি: সংগৃহীত

সারা দেশে আতঙ্ক ছড়ানো রাসেলস ভাইপার মনে করে একটি অজগর প্রজাতির সিবোল্ড সাপকে পিটিয়ে মারা হয়েছে। এ ঘটনা ঘটেছে গতকাল শনিবার ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার শালধর এলাকায় গোমতী নদীর চরে।

জানা গেছে, সাপটিকে পিটিয়ে মেরেছেন মো. শামীম নামে শালধর এলাকার এক যুবক।

সাপটিকে পিটিয়ে মারার বিষয়ে মো. শামিম বলেন, তিনি গাড়িচালক। শখের বশে শুক্রবার রাতে গোমতী নদীতে বাঁশ দিয়ে জাল পুঁতে আসেন। শনিবার ভোর সাড়ে পাঁচটায় গিয়ে দেখেন, একটি সাপ তাঁর জালে পেঁচিয়ে আছে।

পরে জালসহ সাপটিকে তীরে তুলে আনেন। জাল বেঁধে রাখার বাঁশ দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে জঙ্গলে ফেলে দেন। তার আগে মেরে ফেলা সাপের ছবি ও ভিডিও নিজের মুঠোফোনে ধারণ করেন। সেই ছবি দেখে অনেকেই মনে করেন, সাপটি বিষধর এবং বহুল আলোচিত রাসেলস ভাইপার।

এ বিষয়ে বন্যপ্রাণী নিয়ে কাজ করা মোশারফ হোসেন বলেন, এটা অজগর প্রজাতির সিবোল্ড সাপ। মিঠাপানি সংলগ্ন স্থানে বসবাস করে। বাংলাদেশে অন্য কোথাও এ ধরনের সাপ খুব এটা দেখা যায় না। এটা মৃদু বিষধর সাপ।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, সাপ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবুও যদি কাউকে সাপ দংশন করে তাহলে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন। কারণ, প্রতিটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম (সাপের দংশনের প্রতিষেধক) মজুত রয়েছে।