সোমবার ১৪ জুলাই, ২০২৫

কুমিল্লার আলেখার চরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

Foundation stone laid for 'July Martyrs' Monument' at Alekha Char in Comilla

কুমিল্লা সদর উপজেলার আলেখার চরে আজ সোমবার (১৪ জুলাই) ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ -এর ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লার বীর শহীদদের আত্মত্যাগ ও অবিস্মরণীয় অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।

অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ ফলক উন্মোচনের মাধ্যমে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানে কুমিল্লার গৌরবোজ্জ্বল ভূমিকা এবং শহীদদের আত্মত্যাগের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।

কুমিল্লার জেলা প্রশাসক শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, এই স্মৃতিস্তম্ভ নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজির আহমেদ খান, পুলিশ সুপার এবং পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক। এছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন