কুমিল্লার দাউদকান্দি উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ে জাপানি সহায়তায় প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বেঞ্চ হস্তান্তর করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে উপজেলা পরিষদের মাধ্যমে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৭২ জোড়া প্লাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।