ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠার ৬০ বছর (১৯৬৪-২০২৪)” হীরক জয়ন্তী” উপলক্ষে আজ নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে “হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪” এর আয়োজন করা হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমিতা কচি-কাঁচা মেলার পরিচালক অনিমা মজুমদার। “হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪” এর শুভ উদ্বোধন করেন পূর্বাশা কচি-কাঁচা মেলার পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি।
আলোচনা করেন “হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪” এর সদস্য সচিব ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাশেদা আক্তার।
আমন্ত্রিত অতিথি ও ক্রিকেট প্রেমি মাসুদুল হক, পূর্বাশা কচি-কাঁচা মেলার উপদেষ্টা ও মরহুম সেলিনা রহমান’র পুত্র আবদুল্লাহ করিম দিলির, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়ার আসাদুজ্জামান মিশা এবং কুমিল্লা সিটি কর্পোরেশন ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরুল কাদের মনিও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও কচি-কাঁচা মেলার পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সকল খেলোয়াড়ের সাথে পরিচয় এবং সব শেষে বেলুন উড়িয়ে “হীরক জয়ন্তী বালিকা ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪” এর সূচনা করা হয়।
এই টুর্ণামেন্টে কুমিল্লা শহরের ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। টুর্ণামেন্টটি চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।