ফেব্রুয়ারি ১, ২০২৫

শনিবার ১ ফেব্রুয়ারি, ২০২৫

কুমিল্লায় হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

Rail Line
ছবি: সংগৃহীত

কুমিল্লা নগরীতে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় আবু মুছা (৬৫) নামের একজের মৃত্যু হয়েছে।

নিহত আবু মুছা মোসলেম (৬৫) চান্দিনা উপজেলার বারেরা গ্রামের প্রয়াত সুরত আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে রেইসকোর্স এলাকার ইঞ্জিনিয়ার খোরশেদ আলমের বাসায় ভাড়া থাকতেন। ওই এলাকার গার্ডেন টাইলসে চাকরি করতেন তিনি।

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নিহতের ছেলে আইয়ূব আলী মিঠু জানান, তার বাবা আবু মুছা সন্ধ্যায় রেইস কোর্স চিশতিয়া মসজিদে মাগরিবের নামাজ আদায় করে শাসনগাছায় হাটতে বের হন। রাত পৌনে ৮টার দিকে বাসায় ফেরার পথে শাসনগাছা রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়।