জুলাই ২, ২০২৫

বুধবার ২ জুলাই, ২০২৫

কুমিল্লায় স্বামীর বাইক থেকে পড়ে ট্রাক চাপায় স্ত্রীর মৃত্যু

Road accident
প্রতীকী ছবি

কুমিল্লায় স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী ফেরদৌসি বেগম (৪৫) নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (৭ জুন) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌসি বেগম (৪৫) সদর উপজেলার চাঁনপুর এলাকার দুলাল মিয়ার স্ত্রী।

নিহতের স্বামী মো. দুলাল মিয়া বলেন, তারা শহরতলীর চাঁনপুরে থাকেন। সকালে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ যান। সেখানে একটি সামাজিক অনুষ্ঠান শেষে বিকালে মোটরসাইকেলে স্ত্রীকে বসিয়ে শহরতলীর বাসায় ফিরছিলেন। মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক করেন। এতে স্ত্রী বাইক থেকে পরে যান।

এ সময় পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীর মাথা পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফেরদৌসি বেগমের মৃত্যু হয়।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. ইকবাল বাহার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাক আটক করা যায়নি।  আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন