বৃহস্পতিবার ২৮ আগস্ট, ২০২৫

কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক

Drugs and local weapons recovered in army operation in Comilla, 1 arrested
কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১/সংগৃহীত

কুমিল্লায় মাদক ও দেশীয় অস্ত্রসহ হানিফ মিয়া ওরফে আনু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার ভোরে নগরীর কাটাবিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হানিফ মিয়া কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার বাসিন্দা।

জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে ১ হাজার ৮৯৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা এবং ১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এছাড়াও, তার কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, একটি রামদা, দুটি চাপাতি ও একটি সিজারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, সেনা অভিযানের পর আটক হানিফ মিয়াকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন