
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় পৌনে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল চাদর সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে।
গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত এই সফল অভিযানটি পরিচালনা করে বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্র অনুযায়ী, অভিযানে একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও শালচাদর জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ধার্য করা হয়েছে এককোটি ৬৫ লাখ ৬৭ হাজার পাঁচশ’ টাকা (১,৬৫,৬৭,৫০০ টাকা)।
বিজিবি’র সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অধিনায়ক আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।










