কুমিল্লার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
সোমবার সকালে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা কুমিল্লার বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপারকে অবহিত করেন। এ সময় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলার উন্নয়নসহ কুমিল্লার নাগরিকদের ভাল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি নাগরিক সমাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক এবং কিশোর গ্যাং ও নগরীর যানজট নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, জেলা ডিএসবির (ডিআই-ওয়ান) সৈয়দ মো. ফজলে রাব্বী কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবির) অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।