নভেম্বর ২৪, ২০২৪

রবিবার ২৪ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ন্যায্য অধিকার আদায়ের লক্ষে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Rising Cumilla.Com - 10th grade assistant teachers in Cumilla to provide human chain and memorandum for their fair rights.
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্যবিরোধী অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সদয় অবগতি ও অনুগ্রহ কামনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরনের জন্য প্রধান উপদেষ্টার নিকট দাবী জানানো হয়।

এসময় বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খোন্দকার মোঃ শাহজালাল এর নের্তৃত্বে মানবন্ধনে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক যথাক্রমে জামাল উদ্দিন, কামরুল হাছান, ফখরুল আলম, আবদুল হালিম, শরীফুল ইসলাম, গোলাম রসুল, শরীফুল ইসলাম, মনিরুল ইসলাম, বিল্লাল হোসেন, মরিয়ম সিদ্দিকা, ফেরদৌসী আক্তার, শারমিন আক্তার, সালাহউদ্দিন, সাইফুল ইসলাম, এনামুল হক, কামরুজ্জামান, মবিন ভূইয়া, জাকারিয়া, তফাজ্জল হোসেন, মাসুদ আলম ভূইয়া, সুমন, পারভেজ আলম, আব্দুল্লাহ আল-আমিন, জালাল উদ্দিনসহ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দরা।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টার নিকট ন্যায্য অধিকার আদায়ের লক্ষে একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রদান করা হয়। মানববন্ধনে তাদের অধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টার নিকট অনুগ্রহ পোষন করেন।