শনিবার ২ আগস্ট, ২০২৫

কুমিল্লায় সবজিখেতে গাঁজা চাষ, কৃষক দুলাল মিয়াকে কারাগারে প্রেরণ

ছবি: সংগৃহীত

সবজিখেতের আড়ালে গাঁজা চাষ করার অভিযোগে কুমিল্লার বুড়িচংয়ে মো. দুলাল মিয়া (৪৮) নামের এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল (বুধবার) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দুলাল মিয়া বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের বড়াইল পশ্চিমপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুলাল মিয়ার সবজিখেত থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পুলিশের অভিযানের আগেই তিনি বাকি গাঁজা গাছগুলো সরিয়ে ফেলেছেন।

এরপর দুলাল মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বক্সে রাখা শুকনা গাঁজা এবং ইয়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, বৃহস্পতিবার সকালে আসামিকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন