বুধবার ৫ নভেম্বর, ২০২৫

কুমিল্লায় সদর দক্ষিণে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Arrest.
কুমিল্লায় সদর দক্ষিণে শ্রমিক লীগ নেতা গ্রেফতার/প্রতীকি ছবি/সংগৃহীত/রাইজিং কুমিল্লা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। গ্রেফতারের পর শনিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটায় তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের দূর্গাপুরের বাসিন্দা। তিনি একসময় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে অভিযান চালানো হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া চৌমুহনী সংলগ্ন দূর্গাপুর এলাকা থেকে শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিনকে গ্রেফতার করেন।

ওসি মোহাম্মদ সেলিম আরও জানান, গ্রেফতারকৃত জসিম উদ্দিনের বিরুদ্ধে চলতি বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিভিন্ন এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

আরও পড়ুন