
কুমিল্লার সদর কোতয়ালী মডেল থানাধীন শাসনগাছা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন নারীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১, সিপিসি-২।
র্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা যায়, গত শুক্রবার (০৯ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে গ্রেফতার হন—পারভীন আক্তার (৪৫), জান্নাতুল ফেরদৌসী (২০) এবং আফরোজা (১৮)।
এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা ও ১৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী পারভীন আক্তার (৪৫) কুমিল্লার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামের মোঃ খোকন-এর স্ত্রী। অপর দুই আসামী জান্নাতুল ফেরদৌসী (২০) ও আফরোজা (১৮) কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন অশোকতলা গ্রামের মকবুল হোসেন-এর মেয়ে।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানান, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
র্যাব-১১ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অপরাধ দমনে র্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









