
কুমিল্লার বুড়িচং উপজেলায় মসজিদের ভেতর নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মন রেজাকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সকালে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, এ ঘটনার পর থেকে পলাতক থাকা প্রধান আসামি মো. সুমনকে মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকার মিরপুর ভাসানটেক থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় মামলার ২ নম্বর আসামি মো. সাত্তার মিয়াকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
ওসি আজিজুল হক বলেন, মসজিদে এমন বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার (২ আগস্ট) এশার নামাজের সময় বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে এ হামলার ঘটনা ঘটে। নামাজ পড়া অবস্থায় সায়মন রেজাকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তিনি শংকুচাইল বাজারের ‘সায়মন টেলিকম’-এর মালিক। হামলার কারণে তার একটি কিডনি নষ্ট হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।