দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। ইসি’র তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে কুমিল্লায় ১১টি আসনে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে কুমিল্লার বিভিন্ন উপজেলার ভোট কেন্দ্র গুলোতে প্রথম দুই ঘন্টায় ভোটার উপস্থিতি একেবারে কম। তবে বেলা বড়ার সাথে সাথে ভোটার বাড়তে পারে এমন মনে করছেন অনেকেই।
দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, ভোট গ্রহণের সব প্রস্তুতি থাকলেও, মাঠ ছিলো খালি। সেখানে রয়েছে পুলিশ, আনসারসহ দলীয় সমর্থিত লোকজন। একটি কক্ষেও ভোট পড়েনি।
এদিকে মেঘনার আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমাইয়ের ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়েও একই চিএ দেখা গেছে।
এছাড়া বুড়িচংয়ের ভুবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দেখা গেছে একই চিত্র। এক ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ১০টি।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা রিটার্নিং কর্মকর্তা নিগার সুলতানা জানিয়েছেন, ‘ভোটগ্রহণের সব রকমের প্রস্তুতি রয়েছে। কেন্দ্র গুলোর যেকোন সমস্যায় মোবাইল টিম গুলো কাজ করছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণে আমরা প্রস্তুত রয়েছি’।