নভেম্বর ২৭, ২০২৪

বুধবার ২৭ নভেম্বর, ২০২৪

কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়িতে আহত প্রায় দুই শতাধিক

About two hundred people were injured in the rush due to the earthquake in Cumilla
কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়িতে আহত প্রায় দুই শতাধিক। ছবি : সংগৃহীত

কুমিল্লায় চৌদ্দগ্রাম উপজেলায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুই শতাধিক গার্মেন্টস কর্মী আহত হয়েছেন আজ।

শনিবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, “আহতদের সেবায় আমাদের একাধিক টিম কাজ করছে। এ পর্যন্ত কতজন ভর্তি হয়েছেন সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ সংখ্যা দুই শতাধিক হবে।” আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা জানান, ভূমিকম্পে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন বলে শুনেছি। আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

আমির শার্ট গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, ভূমিকম্পের সময় তাদের শ্রমিকরা নিরাপদে নেমে যাচ্ছিলেন। এসময় আচমকা ভিড় থেকে একজন বলে ওঠেন ভবনে ফাটল। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, তারা নিজেদের স্বাস্থ্য কমপ্লেক্সে অনেককে চিকিৎসা দিয়েছেন। প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সে করে অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ভূমিকম্পের ঘটনায় কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা মহিলা কলেজে আহত হয়ে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক আজিজুর রহমান সিদ্দিকী।

এর আগে আজ ৯টা ৩৬ মিনিটে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুধু কুমিল্লাতেই নয়; ভূকম্পন অনুভব করেছেন ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, সিলেট, রাজশাহী, রংপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দারাও। অপরদিকে সামাজিকমাধ্যমে অনেকেই নিরাপদ আছেন জানিয়ে পোস্ট দিচ্ছেন।