
বিশ্ব এইডস দিবস ২০২৫ উপলক্ষে আজ সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে “সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি এবং এইডস প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আজ সোমবার দিনব্যাপী আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সকল কর্মকর্তা–কর্মচারীসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা এইডস প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, সমাজে এইডস আক্রান্তদের প্রতি সহানুভূতি, সমর্থন ও সহযোগিতা বাড়ানো জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকা, সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
আরও পড়ুন-
এইডস রোগীর অর্ধেকই পুরুষ সমকামী: চলতি বছর রোগী শনাক্ত বেশি ঢাকায়, এরপর কুমিল্লায়










