মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫

কুমিল্লায় বিজিবির কাছে ৫ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

BSF hands over 5 Bangladeshi nationals to BGB in Comilla
কুমিল্লায় বিজিবির কাছে ৫ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে বিএসএফ/ছবি: বিজিবির সৌজন্যে।

বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে গীতাবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৫ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গীতাবাড়ী সীমান্ত (পিলার নং ২১২৫) এলাকায় এক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ সোমবার রাত ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেন।

ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন, নওগাঁর পত্নীতলার রঘুনাথপুরের বাসিন্দা মো. রাফি (২৫), চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মো. আবুল বাশার (৫৫), ফেনীর পরশুরাম উপজেলার এমদাদ হোসেন (২৭), একই উপজেলার সাইদুজ্জামান ভূঁঞা (২৯) এবং ছাগলনাইয়ার মো. গিয়াস উদ্দিন (৪০)।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, আটককৃত এই পাঁচ বাংলাদেশি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে স্থানীয় পুলিশ এবং বিএসএফ তাদের গ্রেপ্তার করে। পরবর্তীতে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেয়। স্থানীয় পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদের নাগরিকত্ব ও ঠিকানা যাচাই-বাছাই করা হয়। এরপরই পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাদের গ্রহণ করে। অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক এই পাঁচজনকে বর্তমানে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন