সেপ্টেম্বর ১৯, ২০২৪

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লায় বন্যার্ত শিশুদের পরিবারের মাঝে ইউনিসেফের উপহার সামগ্রী বিতরণ

RisingCumilla.Com - UNICEF distribution of gifts to families of flood affected children in Cumilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (CSPB) প্রকল্প ফেইজ-২ এর আওতায় বন্যার্ত শিশুদের পরিবারের মাঝে ফ্যামিলি কিটস ও ডিগনিটি কিটস বিতরন করা হয়েছে।

রবিবার সকাল ১১টায় সমাজসেবা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ও ইউনিসেফের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বন্যার্ত ১শত শিশুদের পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরন করা হয়।

উপহার সামগ্রী পেয়ে শিশুদের মধ্যে এক খুশির আমেজ তৈরী হয়। এসময় উপহার সামগ্রী বিতরন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ, ইউনিয়ন সমাজকর্মী মোঃ আল-আমিন, হাবিবুর রহমান, বেলায়েত হোসাইন, আশিক চন্দ্র, চাইল্ড প্রটেকশন সোস্যাল ওয়ার্কার মোঃ আল-আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।