এপ্রিল ২০, ২০২৫

রবিবার ২০ এপ্রিল, ২০২৫

কুমিল্লায় ফিলিস্তিন নিয়ে সচেতনতা ও ইসরায়েলি পণ্য বয়কট কর্মসূচি

“ফিলিস্তিন আমাদের অস্তিত্বের অংশ, আল আকসা আমাদের আত্মপরিচয়ের অহংকার।” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লায় এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

কুমিল্লা দাওয়াহ সার্কেলের উদ্যোগে আগামীকাল শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা থেকে রাত ৯টা পর্যন্ত নগরীর কান্দিরপাড় টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে “রিভাইভাল অফ আল আকসা: অ্যাওয়ারনেস, বয়কট, রিভোল্ট” শীর্ষক এক বিশেষ কর্মসূচি।

এই আয়োজনে ফিলিস্তিনে গত আট দশক ধরে চলা দখল, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বাস্তব চিত্র মাল্টিমিডিয়া স্ক্রিনে ডকুমেন্টারি ও লেকচারের মাধ্যমে তুলে ধরা হবে।

এর মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করা এবং তাদের মধ্যে ফিলিস্তিন মুক্তি সংগ্রামের চেতনা জাগ্রত করা। আয়োজকরা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে আগামী প্রজন্ম ফিলিস্তিনের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে।

কুমিল্লা জিলা স্কুল, মডার্ন স্কুল, ইবনে তাইমিয়া স্কুল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এই কর্মসূচির সহযোগী হিসেবে থাকছে। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের কমিউনিটিভিত্তিক অরগানাইজেশনও এই মহতী উদ্যোগে শামিল হয়েছে।

এছাড়াও, কর্মসূচিতে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য একটি বিশেষ প্রচারণাও চালানো হবে। বক্তারা ইসরায়েলের আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে তাদের পণ্য বর্জনের গুরুত্ব তুলে ধরবেন এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানাবেন।

আয়োজকরা জানিয়েছেন, প্রোগ্রামটি আগামীকাল দুপুর ৩টায় শুরু হবে এবং রাত ৮টা পর্যন্ত চলবে। সকল ধর্ম ও বর্ণের মানুষকে এই সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা বিশ্বাস করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুক্তির সংগ্রামে সমর্থন জানানো সম্ভব।