কুমিল্লা নগরীতে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে দোকান মালিক সমিতি এবং বাজার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লার বৃহৎ পাইকারী বাজার চকবাজারের দোকানিদের কাছ থেকে পেঁয়াজ ক্রয়ের ভাউচার যাচাই, বিক্রিত মালের বিক্রয়ের তথ্য যাচাই এবং মূল্য তালিকা প্রদর্শন করা আছে কি-না যাচাই করা হয়। অভিযানে দোকানদারদের সতর্ক করে ভোক্তা অধিকার কুমিল্লার সহকারী পরিচালক ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেন। অন্যথায় আগামীকাল থেকে পেঁয়াজ ক্রয়ের রশিদের সঙ্গে বিক্রয়ের তথ্যে গড়মিল পাওয়া গেলে জরিমানা করা হবে বলে জানান তিনি।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, কুমিল্লার বাজারে অন্তত ৩০টি দোকানে তদারকি করেছি। আমরা তাদের কাছে পেঁয়াজের ক্রয় রশিদ এবং বিক্রয় রশিদ মিলিয়ে দেখার চেষ্টা করেছি। অভিযানের সময় ক্রয়ের সঙ্গে বিক্রয়ে অমিল থাকায় কুমিল্লার চকবাজারের দুইটি দোকানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, একইদিন ভোক্তা অধিকারের তদারকি অভিযানে ওষুধের গায়ের মুল্য কেটে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করায় নগরীর পুলিশ লাইন এলাকার আল ফালাহ ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে, কুমিল্লার পাইকারী পেঁয়াজ ব্যবসায়ীদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সভা করেন জেলা প্রশাসক। পেঁয়াজ ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির নির্দেশনা দেওয়া হয়।