কুমিল্লা ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচা মেলার প্রতিষ্ঠার ৬০ বছর (১৯৬৪-২০২৪) “হীরক জয়ন্তী” উদযাপন উপলক্ষে বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তারই অংশ হিসেবে আজ ১৭ মার্চ,২০২৪খ্রিস্টাব্দ বিকাল ৪টায় মেলা প্রাঙ্গন ফরিদা বিদ্যায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ সাহিত্য কর্মকার-সদস্য, পূর্বাশা কচি-কাঁচা মেলা।
আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মধুমিতা কচি-কাঁচা মেলার পরিচালক- অনিমা মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. আলী হোসেন চৌধুরী, বিশিষ্ট চারুশিল্পী- চন্দন দেব রায় ও অধ্যক্ষ বিধান চন্দ।
আরও উপস্থিত ছিলেন মধুমিতা কচি-কাঁচা মেলার যুগ্ম-পরিচালক- ইমরোজা চৌধুরী বেবী, উপদেষ্টা- সাবেরা ইয়াসমিন, কল্যানী সাহা, হেলাল উদ্দিন আহমেদ, শক্তি কাম সিনহা, হোসনেয়ারা বেগম মায়া, হুসাইন মোঃ কামরুল, মাহবুব আলম বাবু। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশুবক্তা- অনিকা দাস অর্পিতা, ইসরাত জাহান মিথিলা, সৌমিলি ভৌমিক ও অনুরুদ্ধ দত্ত।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে মেলার সকল সদস্য ভাই-বোন ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।