ফেব্রুয়ারি ৬, ২০২৫

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি, ২০২৫

কুমিল্লায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল সরিষার তেল, জরিমানা ২৫ হাজার টাকা

Mustard oil was being made in dirty environment in Comilla, fine 25 thousand taka

আসন্ন মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা বিএসটিআই এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

বিএসটিআই জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল পণ্য উৎপাদন এবং বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে পণ্যের মোড়কে বিএসটিআই এর মান সনদ ব্যবহারের অপরাধে মেসার্স রেহানা ওয়েল মিল, কোটবাড়ি বিশ্ব রোড, সদর দক্ষিণ, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন -২০১৮ এ ২৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ বলেন, আসন্ন রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে বিএসটিআই আইন লঙ্ঘনের অভিযোগে মেসার্স রেহানা ওয়েল মিলকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে শাহীন আক্তার শিফা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।

এ সময় উপস্থিত ছিলেন কে এম হানিফ উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান এবং মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট)।