ডিসেম্বর ৩, ২০২৪

মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় নানা অনিয়মের অভিযোগে চার দোকানীকে ২৬ হাজার টাকা জরিমানা

Rising Cumilla - Four shopkeepers fined Tk 26,000 for various irregularities in Cumilla
ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানা অনিয়মের অভিযোগে তিনটি মুদি ও একটি কনফেকশনারি দোকান মালিককে বিভিন্ন অংকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার দুপুরে উপজেলার চান্দলা বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এছাড়া জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এ অভিযানে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার চান্দলা বাজারের তিনটি মুদি ও একটি কনফেকশনারি দোকানে দ্রব্যের মূল্য তালিকা না রাখাসহ নানা অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪০, ৫১ ধারা লঙ্ঘন করায় বিভিন্ন অংকে ২৬ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ন্ত্রণ ও নানা অনিয়মের অভিযোগে অভিযান অব্যাহত আছে এবং তা উপজেলার প্রতিটি হাট বাজারে পরিচালনা করা হবে।