
কুমিল্লার চৌদ্দগ্রামে নিজের দোকান বন্ধ করার সময় একটি মাল্টিপ্লাগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইকবাল হোসেন মাছুম (৩০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার গভীর রাতে ধোড়করা বাজারে নিজের দোকানে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মাছুম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রাম মধ্যমপাড়ার মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং ধোড়করা বাজারের একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে ইকবাল হোসেন মাছুম তার ‘বিএম ফোম ওয়াশ’ নামে নিজের দোকান বন্ধ করার সময় একটি মাল্টিপ্লাগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। আশেপাশে থাকা অন্য দোকানিরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ধোড়করা বাজারস্থ রেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে পুনরায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকও মাছুমকে মৃত ঘোষণা করলে স্বজনরা তার মরদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় মাছুম নামে এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল, কিন্তু তখন তিনি মৃত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনরা তার মরদেহ নিয়ে যান।