অক্টোবর ২৩, ২০২৪

বুধবার ২৩ অক্টোবর, ২০২৪

কুমিল্লায় তিন উপজেলা নির্বাচনে জয়ী সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী

Upazila elections
ছবি: সংগৃহীত

কুমিল্লায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চৌদ্দগ্রাম, হোমনা ও নাঙ্গলকোট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। দিনভর নির্বাচন শেষে এ তিন উপজেলায় নতুন মুখ পেয়েছে উপজেলাবাসী।

বুধবার (৫ জুন) রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন স্ব স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার।

তিন উপজেলায় ঘোষিত ফলাফলে নির্বাচিত হলেন যারা:

চৌদ্দগ্রাম উপজেলা:

চৌদ্দগ্রাম উপজেলায় মো. রহমত উল্লাহ বাবুল উপজেলা আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম গোলাম ফারুক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দোয়াত কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৫৯৭৭ ভোট। রহমত উল্লাহ বাবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নাঙ্গলকোট উপজেলা:

নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সদস্য নাজমুল হাসান বাছির ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। তিনি দোয়াত কলম প্রতীকে ৪৬ হাজার ৭৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ মাজহারুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩৭ হাজার ৩১২ ভোট পেয়েছেন ।

হোমনা উপজেলা:

হোমনা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সদস্য রেহেনা বেগম আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪০ হাজার ২৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী সিদ্দিকুর রহমান আবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৫ হাজার ২৩০ ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ৩ উপজেলায় মোট ভোটার ৯ লাখ ১৩ হাজার ১১৫ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ৫ জন, পুরুষ ৪ লাখ ৭২ হাজার ১৪২ জন এবং মহিলা ৪ ভোটার ৪ লাখ ৪০ হাজার ১৬৮ জন। ভোটারদের মধ্যে নাঙ্গলকোট উপজেলায় ৩ লাখ ৩৫ হাজার ৭৪১ জন ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ১ জন, পুরুষ ১ লাখ ৭ হাজার ২৯০ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৪৫০ জন। হোমনা উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ২৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ১৪ হাজার ১৭৪ জন, মহিলা ভোটার ৮৫ হাজার ৬৯ জন।

এছাড়া চৌদ্দগ্রাম উপজেলায় ৩ লাখ ৯৮ হাজার ১৩১ জন ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ১জন, পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৬৭৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯৩ হাজার ৪৪৯ জন।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের এ তিন উপজেলায় বুধবার সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।