কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় রুহুল আমিন (৬৭) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর (ফলদারপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বারোপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে শুক্রবার সকালে ব্যাডমিন্টন খেলা চলছিল।
এ সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। এ সময় সেখানে উপস্থিত রুহুল আমিন (৬৫) তাঁর বাড়ির ছেলেদের পক্ষ নিয়ে ঝগড়া থামাতে যান। প্রতিপক্ষের ছেলেরা তাঁর ওপর চড়াও হয়ে আঘাত করলে বৃদ্ধ রুহুল আমিন অজ্ঞান হয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর দক্ষিণ থানার এসআই দিলীপ কুমার মজুমদার জানান, কুমেক মর্গে ময়নাতদন্ত শেষে বৃদ্ধের মরদেহ তাঁর স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।