
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত এবং জননিরাপত্তা বজায় রাখতে কুমিল্লা জেলা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে তৎপরতা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (০৩ জুন) রাতে টমছমব্রীজ এলাকায় অভিযান চালিয়ে জেল থেকে বেরিয়ে রাতে পশুর হাটে ডাকাতির উদ্দেশ্যে এমন তিন যুবককে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ খাইরুল হাসান (৩০), মোঃ রাকিবুল হাসান রিয়াদ (২৮), মোঃ সোহাগ মোল্লা (৩৫)
আজ বুধবার (০৪ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, গত ৩ জুন রাতে সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) মোঃ খাজু মিয়া সঙ্গীয় ফোর্সসহ টমছমব্রীজ মদিনা সুইটস দোকানের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক যাত্রীদের তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় কান্দিরপাড় থেকে পদুয়ারবাজার বিশ্বরোড গামী একটি সিএনজিকে সন্দেহ হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজির পেছনের যাত্রীর আসনে বসা তিনজনের মধ্যে বাম পাশে থাকা একজন ডিউটিরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে অস্ত্র তাক করে গুলি করার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে কর্তব্যরত অফিসার ও ফোর্স পাল্টা প্রতিরোধ গড়ে আসামিদের সাথে ধস্তাধস্তি শুরু হলে এসআই (নিঃ) মোঃ খাজু মিয়া আহত হন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, একপর্যায়ে মোঃ খাইরুল হাসান (৩০) কে তার ডান হাতে থাকা একটি বিদেশী পিস্তলসহ অপর দুই আসামিসহ গ্রেফতার করতে সমর্থ হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে পুলিশ ২ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিনসহ বিদেশী আগ্নেয়াস্ত্রটি জব্দ করে।
এসপি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে তাদের পালিয়ে যাওয়া সঙ্গী ও সিএনজি চালক পরস্পর যোগসাজশে ঈদুল আযহার পশুর হাটে গরু ব্যবসায়ী এবং ক্রেতাদের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অবৈধ বিদেশী পিস্তল ও গুলিসহ পদুয়ারবাজার বিশ্বরোডের দিকে যাচ্ছিল।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে মোঃ রাকিবুল হাসান রিয়াদ এবং মোঃ সোহাগ মোল্লা গতকালই জামিনে মুক্তি পেয়েছিল। আর মোঃ খাইরুল হাসান এক মাস আগে জামিনে মুক্তি লাভ করে। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলাসহ বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় তাঁদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতে নেওয়ার পর রিমান্ড চাইবে পুলিশ।