কুমিল্লা নগরীর রাজগজ্ঞ বাজারে একটি জুতার শো-রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিসের চার কর্মী গুরুতর আহত হন।
বুধবার (৩১ মে) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কুমিল্লা জেলা সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শো-রুমের ম্যানেজার মোহাম্মদ শুভ জানান, শো-রুমের প্রায় ৯০ লাখ টাকার মতো মালামাল ছিল। প্রায় সবই পুড়ে ছাঁই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসতে দেরি করেছে। না হয় ক্ষতিক্ষতি হয়তো কম হতো।
সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, শো-রুমের দোতলায় জেনারেটর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। দোতলার প্রবেশ পথ সরু হওয়ায় আমাদের বেগ পেতে হয়েছে। আমাদের চার কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।