
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার (৮ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকা সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ রাত সাড়ে দশটার দিকে জমি নিয়ে বিরোধের এক পর্যায়ে কামাল উদ্দিন (৪৩) ক্রিকেট স্টাম্প দিয়ে আব্দুল মালেকের (৬৫) মাথায় আঘাত করেন। আহত অবস্থায় আব্দুল মালেককে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা রাত সাড়ে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে চৌদ্দগ্রামের কৃষ্ণপুর গ্রাম থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কামাল উদ্দিন (৪৩), জয়নুল আবেদিন (৫২), তাহমিনা আক্তার (৩৫), শামসুন্নাহার (৪০), সফুরা খাতুন (৬৫), রোজিনা আক্তার (২২), শাহিদা বেগম (৫৫) ও হাসি (২০)।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আবদুল মালেককে হত্যা করা হয়েছে। মৃত্যুর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’