
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। তবে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক। জেলার স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ জন। বর্তমানে ২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (১১ আগস্ট) কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ নিয়মিত আপডেট থেকে এ তথ্য জানানো হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। ২০২৫ সালে মোট আক্রান্তের সংখ্যা ২৪ এবং মোট মৃত্যু ১। সর্বমোট ৪৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্তের হার ৫.৩ শতাংশ।
অন্যদিকে, ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৯ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যদিও গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর নেই। ২০২৫ সালে ডেঙ্গুতে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত সর্বমোট ৯০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে ২৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।