রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল

রাইজিং ডেস্ক

কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল
কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল/ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির অফিসে হামলা–ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ভিপি নুরের সমাবেশে হামলার ঘোষণা নিয়ে জেলায় যখন উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঠিক সেই সময় কুমিল্লার শাহাপুর দরবার শরীফে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজের পর আয়োজিত এ দোয়া মাহফিলে অংশ নেন কুমিল্লা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সদর দক্ষিণ বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইনসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

রাজনৈতিক অস্থিরতার এই প্রেক্ষাপটে আয়োজিত দোয়া মাহফিলে কুমিল্লা জেলা ও মহানগরের হাজারো মানুষ উপস্থিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন।

আরও পড়ুন