সোমবার ১৫ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লায় কুবি ছাত্রী ও তার মা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

কুবি প্রতিনিধি

Rising Cumilla - Human chain, protest march demanding justice for murder of comilla university student and her mother
কুমিল্লায় কুবি ছাত্রী ও তার মা হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল/ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র সুমাইয়া আফরিন ও তার মা হত্যাকারী ও ধর্ষকের ফাঁসির দাবিতে তৃতীয় বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর একটায় কুমিল্লার কান্দিরপাড়ের পূবালী চত্বরে এ মানববন্ধনের ডাক দেওয়া হয়।

জানা গেছে, নগরীর পূবালী চত্বরে থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং আদালতে প্রাঙ্গনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ কুবি শিক্ষার্থীর। পরে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার এবং কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এর কাছে দু’টি পৃথক স্মারকলিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা

এর আগে বিক্ষোভ মিছিলে ‘আমার বোন মরলো কেন, প্রশাসন জবাব চাই’; ‘আমার বোন ধর্ষিত কেন, প্রশাসন জবাব চাই’; ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাসি চাই’; ‘ধর্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’; ‘বিচার নিয়ে টালবাহানা, চলবেনা চলবেনা’; ‘আমার বোন কবরে, খুনি কেন বাহিরেসহ নানা স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সুমাইয়ার সহপাঠী মুনিয়া আফরোজ বলেন, “আমরা জানতে পেরেছি আমাদের সহপাঠীকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করা হয়েছে। আমরা এই নৃশংস হত্যার দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। ময়নাতদন্ত প্রতিবেদন উপস্থাপনে যাতে কোন প্রকার গড়িমসি না করা হয় সেই দাবি জানাচ্ছি। প্রশাসন যাতে অতিদ্রুত ধর্ষকের ফাঁসি কার্যকর করে তাদেরকে সেই অনুরোধ জানাচ্ছি।”

আরেক শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, “অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন সুমাইয়া। তার মা ও তাকে যেভাবে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানায়। আমরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই। আর যাতে কেউ এমন সাহস না করতে পারে সেইজন্য প্রশাসনকে সক্রিয় থাকার অনুরোধ জানাই।”

আরও পড়ুন