ডিসেম্বর ৩, ২০২৪

মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

Rising Cumilla - Mainamati Highway Police Station
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মল্লিকা সিএনজি পাম্পের সামনে কাভার্ডভ্যান চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।

গতকাল (১৫ আগস্ট) দুপুরে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার মরিয়ম আক্তার মিতু ও তার ১৬ মাস বয়সী ছেলে আলভী।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাগালপুর যাচ্ছিলেন। মহাসড়কের উপজেলা রোড ইউটার্ন এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে কাভার্ডভ্যান চাপায় স্ত্রী ও সন্তান সড়কেই পিষ্ট হন।

কুমিল্লা সদর দক্ষিণ ফায়ার সার্ভিসের সদস্য আতিকুর রহমান জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেছেন। আহত ইয়াসিন মিয়াকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।