জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

কুমিল্লায় কাঁচা মরিচ কেজি ২৪০, চট্টগ্রামে ১০০০ টাকা!

RisingCumilla.Com - Green chillies
ছবি: সংগৃহীত

কুমিল্লায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজি ২৪০ টাকা করে। রোববার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারে এই দামে বিক্রি হতে দেখা গেছে। তবে এই কাঁচা মরিচ চট্টগ্রামের বাজারগুলোতে বিক্রি হচ্ছে কেজি ৯০০ থেকে ১ হাজার টাকা দরে। তবে বাজারে প্রায় দোকানে কাঁচামরিচ নেই বললেই চলে।

রোববার (২৫ আগস্ট) সকালে নগরের চকবাজার, কাজীর দেউড়ি ও বহদ্দারহাট, চৌমুহনী ও ফকিরহাট বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে।

চট্টগ্রামে দোকানিদের সঙ্গে কথা হলে তারা জানান, বন্যা পরিস্থিতিতে সরবরাহ সংকটে চট্টগ্রামে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। কোনো কোনো বাজারে মিলছেই না কাঁচামরিচ। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি বগুড়া, ফরিদপুর ও জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে আসে। বন্যার কারণে গত তিনদিন কাঁচামরিচসহ সবজি আসছে না। এ সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ গণমাধ্যমকে জানায়, কাঁচামরিচ বাজারে সরবরাহ না থাকলেও দাম বাড়তি নেওয়ার সুযোগ নেই। অসাধু বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজধানী ঢাকার বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ২৬০-২৮০ টাকায়। গত বৃহস্পতিবার কাঁচা মরিচ বিক্রি হয় ২০০ টাকা কেজিতে।