
কুমিল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত জনসভা একদিন এগিয়ে আনা হয়েছে। আগে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) জনসভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে একদিন আগে ৩০ জানুয়ারি (শুক্রবার) আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা-৬ আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ ও জাতির উদ্দেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বিজ্ঞপ্তিতে পড়ে কাজী দীন মোহাম্মদ জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জনসভাটি ৩১ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ওইদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এবং নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক সুবিধার কথা বিবেচনা করে জনসভার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী জনসভাটি একদিন এগিয়ে এনে আগামীকাল শুক্রবার আয়োজন করা হবে।
জনসভার প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও জানান, টাউন হল মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভাটি পরিবর্তিত সময়সূচি অনুযায়ী প্রধান অতিথির সময়ের সঙ্গে সমন্বয় করে সন্ধ্যা ৬টায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে এই জনসভায় পঞ্চাশ হাজারের অধিক নারীর উপস্থিতি হওয়ার কথা ছিল। তবে জনসভাটি রাতের বেলায় অনুষ্ঠিত হওয়ায় নারীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মহিলাদের জন্য আলাদা উপস্থিতির ব্যবস্থা রাখা হচ্ছে না। আয়োজকরা আশা করছেন, উক্ত জনসভায় লক্ষাধিক জনতার উপস্থিতি হবে।
জনসভার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, অনুষ্ঠানে ১৫টি মাইকের পাশাপাশি পুরো টাউন হল মাঠজুড়ে আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন করা হবে। বিরেন্দ্রপুর মিলনায়তনের দ্বিতীয় তলার ছাদে মূল স্টেজিং নির্মাণ করা হবে।
এছাড়াও মঞ্চের সামনের দিকে গণমাধ্যমকর্মীদের বসার জন্য আলাদা ব্যবস্থা থাকবে। ভিআইপি অতিথিদের জন্য পৃথক বসার স্থান নির্ধারণ করা হয়েছে। ক্যামেরা পার্সনদের কাজের সুবিধার্থে আলাদা একটি মঞ্চের ব্যবস্থাও রাখা হয়েছে বলও তিনি জানান।










