এপ্রিল ২, ২০২৫

বুধবার ২ এপ্রিল, ২০২৫

কুমিল্লায় ঈদ বাজারে সক্রিয় কিশোর গ্যাং, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

Rising Cumilla - eid shopping at Kandirpar Cumilla
ছবি: রাইজিং কুমিল্লা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। বিশেষ করে কান্দির পাড়, হাউজিং এস্টেট, টমসমব্রিজ, অশোকতলা, শাসনগাছা, ধর্মপুর (হাউজিং), চকবাজার এলাকায় কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। ঈদ বাজারে কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে ক্রেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিভিন্ন ধরনের অপরাধ ঠেকাতে এরইমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। চাঁদাবাজি, অপহরণ, ডাকাত ও ছিনতাইকারীদের বিরুদ্ধে চলছে কঠোর অভিযান। তবু আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে কুমিল্লায় বিভিন্ন স্থানে অপরাধীরা সক্রিয় হয়ে উঠছে। বিশেষ করে শপিং মল এলাকা ও হাউজ বিল্ডিংগুলোতে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে কিশোর গ্যাংরা। শুধু তাই নয়, ঈদ মৌসুমে অপরাধী চক্র জাল টাকা ছাড়ানোর পাঁয়তারা করে। এ ব্যস্ত সময়ে কেনাকাটার ভিড়ে বেপরোয়া হয়ে ওঠে জাল নোটের কারবারিরা।

সাত্তার খানের ব্যবসায়ী ফারুক বলেন, মার্কেটে অনেকে পকেটমার ও ছিনতাইকারীদের আনাগোনা বেড়েছে। এদেরকে দমন করতে পুলিশ মাঠে না থাকলে আমরা ক্রেতা পাবনা। ক্রেতারা নিরাপত্তা চায়।

নোয়াখালী থেকে শাহাদাত বাবু নামে এক ক্রেতা তার পরিবার নিয়ে কান্দিরপাড় এসে বলেন, প্রতিবছর নোয়াখালী থেকে পরিবারের লোকদের নিয়ে ঈদের কেনাকাটা করতে আসি। এত দূর থেকে এসে কেনাকাটা করব, তার জন্য প্রয়োজন নিরাপত্তা।

নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি ঈদে বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশ নগরবাসীকে অনুরোধ করে।

  • কুমিল্লা জেলার ১৮টি থানা এলাকায় বড় বড় বাজার, শহরের বিপনী বিতানের আইন-শৃঙ্খলা রক্ষা, ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠানের বড় অংকের অর্থ পরিবহনের ক্ষেত্রে জনসাধারণকে পুলিশি সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।
  • কুমিল্লা নগরের যানজট নিরসনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ও জেলার প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হয়েছে।
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকাতি প্রতিরোধে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানোসহ মহাসড়কে বিশেষ টহলপার্টি মোতয়েন করা হয়েছে।
  • কুমিল্লা জেলায় অবস্থিত গার্মেন্টস কর্মীদের ঈদ বোনাসসহ মাসিক ন্যায্য বেতন যথাসময়ে প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য গর্মেন্টস কর্তৃপক্ষের সাথে জেলা পুলিশ কুমিল্লা কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
  • রেল স্টেশন, বাস টার্মিনালে ও যানবাহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা, ঈদ জামায়াতের নিরাপত্তা, জাল টাকার অপব্যবহার রোধ, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে তৎপর থাকার জন্য জেলা গোয়েন্দা শাখার বিশেষ টিম মোতায়েন রয়েছে।
  • জনসমাগম বেশি হয় এমন মার্কেটগুলোতে পকেটমার, নারীদের হয়রানি ও ইভটিজিং রোধে বিশেষ বিশেষ শপিং মলে মার্কেট ডিউটিতে বিপুল সংখ্যক নারী পুলিশ মোতায়েন রয়েছে।
  • কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ শপিং মলগুলোর সামনে কোনো গাড়ি পার্কিং করা বা যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা না করানোর জন্য সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং কুমিল্লা নগরীর যানজট নিরসনের লক্ষ্যে ট্রাফিক পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
  • কুমিল্লা জেলার অভ্যন্তরীণ বিভিন্ন থানা এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধের লক্ষ্যে বিশেষ টহল টিম গঠনপূর্বক মোতায়েন করা হয়েছে। এছাড়াও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা দ্রুত প্রতিরোধের লক্ষ্যে ডিবি সদস্যদের সমন্বয়ে কুইক রেসপন্স টিম গঠন করা রয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলছে, ‘জেলার সকল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ সদস্যরা। যে নামেই চাঁদা আদায় করুক, সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।