পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। বিশেষ করে কান্দির পাড়, হাউজিং এস্টেট, টমসমব্রিজ, অশোকতলা, শাসনগাছা, ধর্মপুর (হাউজিং), চকবাজার এলাকায় কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে। ঈদ বাজারে কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে ক্রেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিভিন্ন ধরনের অপরাধ ঠেকাতে এরইমধ্যে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। চাঁদাবাজি, অপহরণ, ডাকাত ও ছিনতাইকারীদের বিরুদ্ধে চলছে কঠোর অভিযান। তবু আইনশৃঙ্খলা বাহিনীর অগোচরে কুমিল্লায় বিভিন্ন স্থানে অপরাধীরা সক্রিয় হয়ে উঠছে। বিশেষ করে শপিং মল এলাকা ও হাউজ বিল্ডিংগুলোতে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে কিশোর গ্যাংরা। শুধু তাই নয়, ঈদ মৌসুমে অপরাধী চক্র জাল টাকা ছাড়ানোর পাঁয়তারা করে। এ ব্যস্ত সময়ে কেনাকাটার ভিড়ে বেপরোয়া হয়ে ওঠে জাল নোটের কারবারিরা।
সাত্তার খানের ব্যবসায়ী ফারুক বলেন, মার্কেটে অনেকে পকেটমার ও ছিনতাইকারীদের আনাগোনা বেড়েছে। এদেরকে দমন করতে পুলিশ মাঠে না থাকলে আমরা ক্রেতা পাবনা। ক্রেতারা নিরাপত্তা চায়।
নোয়াখালী থেকে শাহাদাত বাবু নামে এক ক্রেতা তার পরিবার নিয়ে কান্দিরপাড় এসে বলেন, প্রতিবছর নোয়াখালী থেকে পরিবারের লোকদের নিয়ে ঈদের কেনাকাটা করতে আসি। এত দূর থেকে এসে কেনাকাটা করব, তার জন্য প্রয়োজন নিরাপত্তা।
নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি ঈদে বাসাবাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশ নগরবাসীকে অনুরোধ করে।
এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলছে, 'জেলার সকল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে মাঠে রয়েছে পুলিশ সদস্যরা। যে নামেই চাঁদা আদায় করুক, সব ধরনের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC