শুক্রবার ১২ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Monthly meeting of Law and Order Committee held in Comilla
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা/ছবি: কুমিল্লা জেলা প্রশাসকের সৌজন্যে

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় কুমিল্লার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চ্যালেঞ্জ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে করণীয় বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়।

সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “দেশ নির্বাচনমুখী। নির্বাচনকে কেন্দ্র করে যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। সভার কার্যপত্র পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।

সভায় আরও উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ আহমেদ চৌধুরী, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সূজন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোতালেব হোসাইন, জামায়াত নেতা নজির আহমেদ, এবি পার্টির মহানগর আহ্বায়ক গোলাম সামদানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম হানিফসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং নির্বাচনকালীন সময়সহ ভবিষ্যতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার জন্য বিশেষ জোর দেওয়া হয়। যে কোনো ধরনের পরিস্থিতির অবনতি রোধ করে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানানো হয়।

আরও পড়ুন