বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫

কুমিল্লা-৫ আসনে নির্বাচনী প্রচারণায় সরব বিএনপি ও জামায়াতের প্রার্থীরা

রাইজিং ডেস্ক

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর গণসংযোগ ও প্রচার-প্রচারণায় আসন এলাকা সরব। ভোটারদের মন জয় করতে তারা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

এ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান। তিনি সম্প্রতি এক গণসংযোগে জানান, নির্বাচিত হলে তিনি কুমিল্লা-শাসনগাছা ও বুড়িচং সড়কের যানজট ও জনদুর্ভোগ নিরসনে কাজ করবেন।

তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দল আমাকে এ আসনে মনোনয়ন দেবে। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার মানুষের দুর্দশা আর থাকবে না।”

অন্যদিকে, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোবারক হোসেনও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আমি সবসময় বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জনগণের পাশে আছি এবং থাকব। নির্বাচিত হলে আমি জনগণের স্বপ্ন পূরণে কাজ করব।” তিনি বিশেষভাবে বুড়িচং-বালিনা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন