মঙ্গলবার ৪ নভেম্বর, ২০২৫

কুমিল্লা-১১ আসনে জামায়াতের ডা. তাহেরের সঙ্গে লড়বেন বিএনপির কামরুল

রাইজিং কুমিল্লা অনলাইন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. তাহের ও বিএনপির প্রার্থী কামরুল হুদা/ছবি: সংগৃহীত

বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর এখন কুমিল্লা জেলাজুড়ে নতুন আলোচনা শুরু হয়েছে কোন কোন আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা একে অপরের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই দুই দলের প্রার্থীরা মুখোমুখি হওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে একটি জমজমাট লড়াইয়ের ইঙ্গিত মিলছে। এখানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে লড়তে যাচ্ছেন বিএনপির নবীন প্রার্থী কামরুল হুদা।

কামরুল হুদা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি। এবারই প্রথম তিনি সংসদীয় আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, জামায়াতের এই শক্তিশালী ঘাঁটিতে বিএনপির নবীন প্রার্থীর পার হয়ে আসা কঠিন হতে পারে। এই আসনে ১৯৯৬ সালের সংসদ নির্বাচন ছাড়া আর কখনও বিএনপির প্রার্থী বিজয়ী হয়নি। তবে, এই আসনে আওয়ামী লীগের একটি বড় ভোট ব্যাংক রয়েছে, যা বিএনপি ও জামায়াতের প্রার্থীর জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে অনেকদিন ধরে নানা প্রার্থীর নাম শোনা গেলেও অবশেষে সোমবার (৩ নভেম্বর) মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঘোষণা করেছে বিএনপি। মঞ্জুরুল আহসান মুন্সী এই আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে, এই আসনে মঞ্জুরুল আহসান মুন্সীর সঙ্গে নির্বাচন করবেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বর্তমানে কুমিল্লা-৪ আসনে নিয়মিত গণসংযোগ অব্যাহত রেখেছেন এবং স্থানীয় ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এই আসনেও মূল প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন